ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র নতুন ৩টি ভবন উদ্বোধন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ), সিনিয়র সহকারী পরিচালক (খামার) ও সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপনন) এর নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন ও ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় সোমবার বিকেলে ফিতা কেটে এ ভবনগুলো উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সচিব আশরাফুজ্জামান, সদস্য এবং পরিচালক (বীজ ও উদ্যান) কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সদস্য ও পরিচালক (অর্থ) আমিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র ও সেচ) জাফরুল্লাহ প্রধান ছাড়াও ঠাকুরগাঁও এবং দিনাজপুর অঞ্চলের বিএডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

বিডি/জয়

  • বিএডিসি’র নতুন ভবন উদ্বোধন
  •    

    কপি করলে খবর আছে