ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

দেশব্যাপি বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করা হয়।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সমাবেশে বিএনপির বিভিন্ন ওয়ার্ড, পৌরসভা, উপজেলা ও জেলা কমিটি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। জোড় করে ক্ষমতা দখল করে আওয়ামীলীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। অথচ দেশে প্রতিনিয়তই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে।  যার ফলে সাধারন মানুষ পরিবারের খরচ চালাতে হিমসিম খাচ্ছে। অথচ সরকার সেদিকে নজর না দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। এই সরকারের অত্যাচারে সাধারন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা জেগে উঠেছে, তারা এই সরকারের পদত্যাগ চায়। তাই অবিলম্বে আওয়ামীলীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান বক্তারা। আর তা না হলে খুব শিঘ্রই বিএনপি সহ সারাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে ছাড়বে।

বিডি/ডেস্ক

     

কপি করলে খবর আছে