ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক জনের নিহতের ঘটনা ঘটেছে। তবে পতাকা বৈঠকে নিহতের পরিচয় সনাক্ত করতে না পারায় মরদেহ নিয়ে যায় বিএসএফ।
বৃহস্পতিবার ভোর ৪ টার সময় জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৯নং সেনগাঁও ইউনিয়নের বেলদহ গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহতের এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২/৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ভারতে নিয়ে যায়।
এ মর্মে বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে ফকিরগঞ্জ সীমান্ত পিলার ৩৪২/৭ এস এর নিকটে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ৷ পতাকা বৈঠকে ৪২ বিজিবির পক্ষে ফকিরগঞ্জ ক্যাম্প কমান্ডর সুবেদার ঠান্ডু মিয়া এবং বিএসএফ এর পক্ষে উত্তর দিনাজপুর চৈনগর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর সার্ভা রঞ্জন কুমার নের্তৃত্ব দেন ৷
পতাকা বৈঠকে মৃত ব্যাক্তি বাংলাদেশী কিনা তা সনাক্ত না হওয়ায় এবং মৃত ব্যক্তির বাংলাদেশী কোন আত্মীয়-স্বজন বিজিবির নিকটে লাশের দাবী না করায় বিজিবির পক্ষ থেকে সে লাশ গ্রহন করেনি ৷ পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তির লাশটি ভারতের উত্তর দিনাজপুর চৈনগর ক্যাম্প এর বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যায়।
ডেস্ক/বিডি/বাপ্পী
কপি করলে খবর আছে