ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত!

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক জনের নিহতের ঘটনা ঘটেছে। তবে পতাকা বৈঠকে নিহতের পরিচয় সনাক্ত করতে না পারায় মরদেহ নিয়ে যায় বিএসএফ।

বৃহস্পতিবার ভোর ৪ টার সময় জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৯নং সেনগাঁও ইউনিয়নের বেলদহ গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহতের এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২/৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ভারতে নিয়ে যায়।

এ মর্মে বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে ফকিরগঞ্জ সীমান্ত পিলার ৩৪২/৭ এস এর নিকটে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ৷ পতাকা বৈঠকে ৪২ বিজিবির পক্ষে ফকিরগঞ্জ ক্যাম্প কমান্ডর সুবেদার ঠান্ডু মিয়া এবং বিএসএফ এর পক্ষে উত্তর দিনাজপুর চৈনগর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর সার্ভা রঞ্জন কুমার নের্তৃত্ব দেন ৷

পতাকা বৈঠকে মৃত ব্যাক্তি বাংলাদেশী কিনা তা সনাক্ত না হওয়ায় এবং মৃত ব্যক্তির বাংলাদেশী কোন আত্মীয়-স্বজন বিজিবির নিকটে লাশের দাবী না করায় বিজিবির পক্ষ থেকে সে লাশ গ্রহন করেনি ৷ পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তির লাশটি ভারতের উত্তর দিনাজপুর চৈনগর ক্যাম্প এর বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ডেস্ক/বিডি/বাপ্পী

  • বিএসএফ’র গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত
  •    

    কপি করলে খবর আছে