ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক পর্যায়ে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শীতকালিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় সদর উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

বিডি/ডেস্ক

  • শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  •    

    কপি করলে খবর আছে