ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, ২ যুবকের মৃত্যু, আহত-১

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মিন্টু (৩৪) ও হাসান (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ফিরোজ নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।

নিহত মিন্টু ফাড়াবাড়ি এলাকার মৃত গলিমের ছেলে এবং হাসান একই এলাকার এফাজ উদ্দীনের ছেলে।

সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যার পর মিন্টু, হাসান ও ফিরোজ তিনজন একটি মোটরসাইকেল করে রুহিয়া মেলা থেকে বাসার উদ্দ্যেশে ফিরছিলেন। পথে ফাড়াবাড়ি এলাকায় পৌছাঁলে কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মিন্টু ও হাসানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ফিরোজ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিডি/পিএস

  • আহত-১
  • গাছের সাথে ধাক্কা
  • ২ যুবকের মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে