ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানের স্বাস্থসেবা নিশ্চিতের লক্ষে যমুনা ডায়াগনেস্টিক সেন্টার নামে একটি অত্যাধুনিক ডায়াগনেস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার বিকেলে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো।
এসময় ডাঃ জিয়াউল হক, ডাঃ আঞ্জুমানআরা বেগম লাকি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর হক, সেচ্ছাসেবকলীগের থানা কমিটির সভাপতি মুজাহিদুর রহমান শুভ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবী ও ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
যমুনা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবী বলেন, যমুনা ডায়াগনস্টিক সেন্টারে উন্নত প্রযুক্তিনির্ভর প্যাথলজি বিভাগ গড়ে তোলা হয়েছে। রোগীদের সর্বোত্তম সেবাদানে আমরা বদ্ধপরিকর।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে