ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ে সিভিএ’র ফলোআপ মিটিং অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে
বক্তব্য রাখছেন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়ারুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ে সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে ও ঠাকুরগাঁও সদর থানা এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় গতকাল সোমবার দুপুরে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী সদস্যদের নিয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।

সিভিএ ইয়ুথ ফোরামের সদস্য ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠিত ফলোআপ মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, সদর থানার ওসি অপারেশন জিয়ারুল হক, ইসলামিক রিলিফ ঠাকুরগাঁওয়ের ম্যনেজার নুর নবী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যনেজার লিওবার্ট চিসিম প্রমুখ।

বক্তারা এ সময় ঠাকুরগাঁও সদর থানার শিশু কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও মামলার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সরকারী বিভিন্ন হটলাইনগুলি ব্যবহারের সুবিধা সহ জেলার শিশু সুরক্ষা কেন্দ্রিক নানা সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।

বিডি/বাপ্পী

     

কপি করলে খবর আছে