আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন-১ (ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী) এর বিপরীতে নমিনেশনপত্র দাখিল করেছেন জেলা মহিলা লীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা।
বুধবার বিকেলে দলীয় নেতকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সফিকুল ইসলামের হাতে নমিনেশনপত্র জমা দেন তিনি।
এসময় জেলা মহিলালীগের সহ-সভাপতি নাসিমা বেগম, যুগ্ম সা: সম্পাদক লিপি বেগম,সদস্য সালমা, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অজিফা বেগম, পৌর মহিলালীগের সভাপতি নাসিমা পারভেজ, সাধারণ সম্পাদক আনার কলি সুমি,সহ-সভাপতি রমা ঘোষ,যুব মহিলালীগের সহ-সভাপতি ইকলিমা খাতুন মিনা সহ জেলা-উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন-১ (ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী) এর প্রার্থী দ্রৌপদী দেবী আগরওয়ালা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি।যখনি যে ডেকেছে তাকে সাহায্যের জন্য ছুটে গেছি, বিপদে-আপদে সকলের পাশে ছিলাম, আশাকরি ভোটাররা যোগ্য ব্যক্তিকে বেছে নিবেন।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে