ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল, মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
এসময় সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।
আরও পড়ুন : ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রমুখ।
সদর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বিডি/ডেস্ক