ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা পরিষদের সাধারণ সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।
উভয় সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
এছাড়াও এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: জিয়ারুল ইসলাম, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সদর উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সদর উপজেলা পরিষদের চলমান কর্মকান্ডের উপর আলোচনা করা হয়।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে