ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪৬ জন সাংবাদিককে দশ হাজার করে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

প্রেসক্লাব সভাপতি মনসুর আলির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোলায়মান আলী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানার ওসি কামাল হোসেন সহ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  •    

    কপি করলে খবর আছে