আটক মাদক কারবারি রবিন ইসলাম ঠাকুরগাঁও পৌরসভাধীন মুন্সিপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে শহরে হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো মাদক কারবারি রবিন। আমরা গোপনে তার উপর নজরদারি রেখেছিলাম। সোমবার দুপুরে সোর্সের মাধ্যমে অবগত হয়ে শহরের মুন্সিপাড়া এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাসা তল্লাশী করে গোপন স্থান থেকে ৫০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার সহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি/ডেস্ক