সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা।
এসময় উপজেলা প্রকৌশলী মো: ইসমাইল হোসেনসহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আজ দেশের সর্বত্রই শিক্ষার মান বেড়েছে। এ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা খাতের উন্নয়নে তিনি বাজেটে যথেষ্ট বরাদ্দ দিয়ে চলেছেন, আগামীতেও দিবেন। শুধু শিক্ষা ক্ষেত্রই নয়, দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। কাজেই আগামীতেও এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে বিএনপি এখন দেশে নৈরাজ্য তৈরীর পায়তারা করছে। তাদের কাজই হলো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী ঘোলা পানিতে মাছ শিকার করা। সেই দিন আর নেই, দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা এখন ভালো-মন্দ বোঝে।আপনারা শিক্ষক সমাজ শিক্ষিত জাতি গঠনের হাতিয়ার, আপনাদের হাতেই তৈরী হবে এ দেশের আগামী ভবিষ্যত। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিএনপি-জামাত যাতে কোনোভাবেই আমাদের ভবিষ্যত প্রজন্মকে নষ্ট করতে না পারে।
বিডি/ডেস্ক