ঠাকুরগাঁওয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ অলিতারানী বালা(৪২) নামে এক নারী মাদক কারবারি আটক হয়েছে।
শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর কাটাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক মাদক কারবারি ওই এলাকার রাজ্যপালের স্ত্রী।
মাদক ও নগদ টাকা সহ নারী মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।
জেলা মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদে জানতে পেরে বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর কাটাবাড়ি গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ অলিতারানী বালা (৪২) নামে এক নারী মাদক কারবারি আটক করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি/ডেস্ক