ঠাকুরগাঁওয়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৬০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।

দন্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও সদর থানাধীন কচুবাড়ী মাদারগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আজিজার রহমান (৫২), আবুল হোসেন এর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫) ও একই এলাকার বিদ্ধীনাথ বর্মনের ছেলে শ্রী নারায়ণ বর্মন (৪৫) ।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সকালে সদর থানাধীন কচুবাড়ী মাদারগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  আজিজার রহমানের কাছ থেকে ৫০০ গ্রাম, আশরাফুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম ও নারায়ণ বর্মনের কাছ থেকে ৫০ গ্রাম সহ মোট ৬০০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জমাদি উদ্ধার পূর্বক তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিডি/ডেস্ক

  • ৩ মাদক কারবারির ৬ মাসের জেল
  •    

    কপি করলে খবর আছে