ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মো: রুবেল রানা (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হরিহরপুর হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুবেল রানা ওই এলাকার মৃত-ছোট বাবুর ছেলে।
ফেন্সিডিলসহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।
তিনি জানান, মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদে অবগত হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজিপাড়া গ্রামে আটক মাদক কারবারির বাসা তল্লাশি করা হয়। এসময় বাড়ীতে গোপন স্থান থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রুবেল রানাকে আটক করা হয়। আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করা হলে মাদকগুলো ইসলামনগর এলাকার মৃত-জকিমউদ্দিনের ছেলে সোহাগ আলীর বলে জানায়।পরে একজনকে পলাতক দেখিয়ে দুইজনের নামে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা।
পলাতক আসামীকে দ্রুত আটক করা হবে বলেও জানান তিনি।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আজাহারুল ইসলাম, এএসআই মো: দাইমুল হক সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
বিডি/ডেস্ক
৫০ বোতল ফেন্সিডিলসহ আটক