ঠাকুরগাঁও থেকে সাভারে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া তরুণ-তরুণীকে আটক করে তরুণীকে ধর্ষণ ও তরুণকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে আটক করেছে সাভার থানা পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। এর আগে বিকেলে সাভারের ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক সোহেল একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনির পাশে একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতেন।
স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন আগে এ এলাকায় ঠাকুরগাঁও জেলা থেকে একটি ছেলে ও মেয়ে তাদের বোনের বাড়িতে বেড়াতে আসে। তাদের সন্দেহ করে বখাটে কিছু লোক তাদের আটক করে। পরে সোহেল ওই মেয়েকে ধর্ষণ করেছে এবং ছেলেটাকে মারধর করেছে। এ ঘটনায় পুলিশ সোহেলকে ধরে নিয়ে গেছে।(সুত্র: একুশে সংবাদ)
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে