ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুব হোসেন তুহিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজমগীর হোসেন।
রোববার (৭ মে) পৌরসভাধীন মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে নির্বাচিত হন তারা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন : ওসি’র বিরুদ্ধে যুবলীগ নেতাকে থানা হেফাজতে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ!
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নর্ম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক/বিডি