তৃণমূল আ.লীগকে শক্তিশালী করতে আ.লীগ নেতা সুজনের মতবিনিময়

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম বেগমান করার লক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

শনিবার (২৪ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, তৃণমূল আ.লীগই আ.লীগের প্রাণ, আপনার ঐক্যবদ্ধ থাকলে দেশের কোন অপশক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পরাজিত করতে পারবে না। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য এসময় তিনি দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/বিডি

  • আ.লীগ নেতা সুজনের মতবিনিময়
  •    

    কপি করলে খবর আছে