ঈদ উপলক্ষে ছোটবোনকে মোটরসাইকেলে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন মাসুদ রানা (২১)। গরিবপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিন জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন মাসুদের বোন জিন্নাত রহমান বিথি, সাইফুল ইসলামের ছেলে মো. সাহেদ হোসেন (২০), আজিজার রহমানের মেয়ে মনিরা আক্তার (১৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন : ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হলো তিন কিশোর!
আহতদের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, দুপুরে একই মোটরসাইকেলে চার জন মিলে আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন তারা। পথে গরিবপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে