নবান্ন উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

ধান কাটা-মাড়ার পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহি একটি উৎসব হলো নবান্ন উৎসব। প্রতি বছরের ন্যায় এবছরু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি চত্তরে এই উৎসব পালন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নিয়ে লোক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
সাংস্কৃতিক সন্ধ্যায় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গ্রামীন আবহে পরিবেশিত এ অনুষ্ঠান উপভোগ করেন।
বিডি/পিএস
     

কপি করলে খবর আছে