নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে গণঅনশন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের ২০১৮ সালে ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে গণঅনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

প্রথমে ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট চত্বরে এ কর্মসুচি পালন করার কথা থাকলেও পরবর্তীতে শনিবার সকাল থেকে প্রেসক্লাব চত্বরে এ কর্মসুচি পালন করেন তারা।সাত দফা দাবি আদায়ের লক্ষে এ গণঅনশন কর্মসুচি পালন করে সংগঠনটি।

সাত দফা দাবিগুলো হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত্ব গনঅনশন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শুকদেব চন্দ্র দাস, পুজা উদযাপন পরিষদ এর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায় প্রমুখ।

এ সময় ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • ঠাকুরগাঁওয়ে গণঅনশন
  •    

    কপি করলে খবর আছে