পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

উত্তরের জেলা পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমেলা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় শহরের পৌর এলাকার ডোকরোপাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত তমেলা একই এলাকার শনিবুল্লার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ওই বৃদ্ধা হাঁটার জন্য বাড়ির বাইরে বের হন। সকালে বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটির পাশে জমে থাকা পানি পার হতে গেলে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

বিডি/লিহাজ

  • বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে