পঞ্চগড়ে মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু ! 

লেখক: মোঃ লিহাজ উদ্দিন,পঞ্চগড় থেকে
প্রকাশ: ২ years ago

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদী থেকে নুড়িপাথর সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ে সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সকিরুল একই এলাকার মৃত আ. সামাদের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকিরুল ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে পানি থেকে নুড়ি পাথর সংগ্রহ করতে যান।
বিকেলে করতোয়া নদীর ধারের কাছে পাথর সংগ্রহ করতে গেলে তীরের মাটি ভেঙে পড়ে সকিরুলের উপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া  বিষয়টি নিশ্চিত করেন।
ডেস্ক/লিহাজ
  • মাটিচাপায় মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে