পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দেশব্যাপী আনন্দ র‌্যালি করবে যুবলীগ

লেখক: বাংলা২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আনন্দ র‌্যালি করবে।

সোমবার (২৭ জুন) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হওয়ায় বৃহস্পতিবার (৩০ জুন) একযোগে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আনন্দ র‌্যালি করবে যুবলীগ। এছাড়া বাদ আসর প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

তবে বন্যাদুর্গত জেলাগুলোতে আনন্দ র‌্যালি ব্যতীত দোয়া মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডি/ডেস্ক

  • আনন্দ র‌্যালি করবে যুবলীগ
  •    

    কপি করলে খবর আছে