আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সাফল্য রাখায় টানা দুই দুই বার ঠাকুরগাঁও জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের তকমা ধরে রেখেছেন বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম ডন।
গত ১১ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সেপ্টেম্বর’২২ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ থানা হিসেবে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম ডনকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে সেপ্টেম্বর মাসে জেলার মধ্যে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম ডন নির্বাচিত হন।এছাড়াও গত আগষ্ট মাসেও জেলায়শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম ডন।
সম্মাননা স্মারক প্রদান কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোঃ আহসান হাবীব সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পর পর দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: খায়রুল আনাম ডন জানান, পুরস্কৃত হওয়া অবশ্যই গর্বের। আমি অনেক খুশি, নিজের কাজের স্বীকৃতি পেয়ে। আমি পুরস্কৃত হওয়ার জন্য নয়, জেলা পুলিশের কর্ণধার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশ মোতাবেক আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। সামনের দিনগুলোতেও আমি ন্যায় ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে