পালিয়ে গেল মাদক কারবারি; খাটের নিচে মিলল ইয়াবা

লেখক: বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ পিস ইয়াবা উদ্দার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়গাছিয়া পলাশবাড়ী এলাকায় মাদক কারবারি মো: কুদ্দুস (৪৭) এর বাসায় অভিযান চালালে এসব মাদক উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানে মাদক কারবারি কুদ্দুসকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান তিনি। ওই এলাকার মো: কাজিমউদ্দিনের ছেলে কুদ্দুস একজন চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।

আরও পড়ুন : সরকারি ট্যাব পায়নি মাদরাসার শিক্ষার্থীরা; বৈষম্যের শিকার বলেছন শিক্ষক-অভিভাবক

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি কুদ্দুস। পরে তার বাড়ী তল্লাশীকালে শয়ন ঘরের খাটের নিচ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কুদ্দুসের বিরুদ্ধে মাদক আইনে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ডেস্ক/বিডি/প্রতি

  • খাটের নিচে মিলল ইয়াবা
  • মাদক কারবারি
  •    

    কপি করলে খবর আছে