পীরগঞ্জে কচুরিপানার বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে কচুরিপানার একটি বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধায় পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিন মালঞ্চা গ্রামের পতিলা বিল থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিলের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ী রফিকুল দেখতে পায় কঙ্কালটি। একে একে বিলের পাশে মানুষ জড়ো হতে থাকে। পরে পুলিশে খবর দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে খবর পেয়ে ওই বিলের মাঝ খানে কচুরিপানার উপর পড়ে থাকা অজ্ঞাত নামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট আসার পর এর প্রকৃত কারণ জানা যাবে।

বিডি/বাপ্পী
  • কঙ্কাল
  • কচুরিপানার বিল
  •  

    কপি করলে খবর আছে