পীরগঞ্জে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি-জলিল, সম্পাদক-আরেফিন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাঈদ মোঃ আকলিমুর রহমান আরেফিন।

শনিবার (২৩ জুলাই) বিকালে উপজেলার পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক এমপি ইমদাদুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা,

পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী

জেলা কৃষক লীগের আহ্বায়ক পবারুল ইসলাম, সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, কৃষক লীগের কন্দ্রেীয় কমিটির সদস্য আরমানুল হক পার্থ ও কে এস কে রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কৃষ্ণ মোহন রায় প্রমূখ।

বিডি/এলএস

     

কপি করলে খবর আছে