ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে গেছে ৩ টি পরিবারের ৭টি ঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার ভোর রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, গভীর রাতে তজির উদ্দীনের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তজিম উদ্দিনের ৪টি, আজিবুর রহমানের ১টি, ফাইজুর রহমানের দুটি ঘর সহ ১টি গরু, ৯টি ছাগল, ২৭টি মুরগি, কাপড় চোপড় আসবাবপত্র এবং স্বর্ণালংকার, নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়েন্ত্রণে আনে।
আরও পড়ুন : এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক -ওবায়দুল কাদের
সোমবার সকালে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি লুঙ্গি প্রদান করেন।
বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি খোলা আকাশের নিজে মানতর জীবনযাপন করছে।
ডেস্ক/বিডি/বিষ্ণু
কপি করলে খবর আছে