পীরগঞ্জে পিঠে বড়শি গেথে শুন্যে ঘুরলো পুজারি

লেখক: বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা ও বারোলিয়া ধাম মেলা অনুষ্ঠিত হয়েছে। চড়ক পুজায় পিঠে বড়শি গেথে একটি গাছের সাহায্যে পুজারিকে শুন্যে ঘোরানো হয়ে থাকে।

গত শুক্রবার বিকেলে উপজেলার হরিটা গ্রামের বারোলিয়াধাম কমিটির আয়োজনে এই মেলা ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

চড়ক পূজা মূলত শিব ঠাকুরের পূজা, একে শিবের গাজনও বলা হয়ে থাকে। চড়ক পূজার বিশেষত্ব হলো, ঢাকের বাজনার তালে তালে ভক্তদের নৃত্য, খালি পায়ে আগুনের মধ্য দিয়ে হাঁটা-চলা করা ও লম্বা গাছের খুঁটিতে বাঁশ বেধে দড়ি ঝুলিয়ে চড়ক তৈরি করে মানুষের পিঠে বিশাল আকারের বড়শি গেথে চড়ক গাছে ঝুলে চারপার্শ্বে ঘুরাতে থাকা।

সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন শারীরিক কষ্টের মাধ্যমে পুণ্য লাভ করা যায়, তাই এমন মেলা পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে।

মেলা কমিটির পরিচালক নির্মল চন্দ্র সরকার জানান, দেশ ও জাতির কল্যাণে এ পূজা করা হয়। অনেকেই মনের আশা পুরন ও দেবতার সন্তুষ্টি করতে কবুতর, দুধ, কলা নিয় আসেন। চড়ক পূজা দেখতে দিনাজপুর, পঞ্চগড় সহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়।

ডেস্ক/বিষ্ণু

  • পিঠে বড়শি গেথে
  • শুন্যে ঘুরলো পুজারি
  •    

    কপি করলে খবর আছে