ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে জড়িয়ে কটূক্তিমূলক বিষয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার অভিযোগে উজ্জল চন্দ্র রায় (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৫ জুন) দিবাগত রাতে যুবককে আটক করা হয়। উজ্জল উপজেলার মছনন্দপুর এলাকার নরেশের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুন উজ্জল চন্দ্র রায় তার জুই রায় নামক ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) কে জড়িয়ে কটূক্তিমূলক বিষয় ফেসবুকে শেয়ার করে। এতে এলাকা জুড়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। বিষয়টি এলাকার মানুষেরা দেখার পরে ১৪ জুন উপজেলার চাপোড় বাজারে উত্তেজনা তৈরি হয়। পরে ওই যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। ১৫ জুন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালিন তার এই পোস্ট উত্তেজনা বাড়িয়ে দিতে সহায়তা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার উপক্রম হয়ে উঠে। তাই দ্রুতই ওই যুবককে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে।
বিডি/ডেস্ক
মহানবী (সা:)কে জড়িয়ে কটূক্তি