পীরগঞ্জে ৪ জুয়ারী আটক!

লেখক: লাতিফুর রহমান লিমন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার তাস সহ ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালিমন্দির হিন্দুপাড়া বিল থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার করনা গ্রামের মো: খালেদুর রহমানের ছেলে মো: আমিনুল ইসলাম(৫০), মৃত সহবত আলীর ছেলে মো: নুরুল হক (৬০), মো: জয়নাল আবেদীনের ছেলে মো: সিরাজুল ইসলাম(৪০)  ও নোহালী গ্রামের মো: কুতুব উদ্দীনের ছেলে নাসির (৪৮)।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ৩ মাদকসেবির কারাদন্ড!

এ ঘটনায় পীরগঞ্জ থানার এসআই রতন চন্দ্র রায় বাদী হয়ে ৪ জনকে আসামি করে ও ৫/৭ জনের নামে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেন, মামলা নং-১৩৭৯।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বিকেলে আটককৃত ৪ জন জুয়াড়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিডি/ডেস্ক/লিমন
  • ৪ জুয়ারী আটক
  •    

    কপি করলে খবর আছে