ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জাহাঙ্গীর আলম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের গুয়াগাঁও এলাকার ফানসিটি শিশু পার্ক ফটকের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রাহবার এন্টারপ্রাইজের গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর উপজেলার হাজিপুর বহড়া গ্রামের সলেমান আলীর ছেলে বলে জানায় পুলিশ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায় জানান, ঢাকা থেকে পীরগঞ্জগামী রাহবার এন্টারপ্রাইজ নামে ডে-কোচে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোচের যাত্রী জাহাঙ্গীর আলমের শরীর তল্লাশী করে ৯৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ইয়াবা সহ তাকে আটক করে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ডে কোচে অভিযান চালিয়ে ইয়াবা সহ এক ব্যক্তি আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদক সহ গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বিডি/লিমন
কপি করলে খবর আছে