পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী  এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এসময় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে সকল ধরনের সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ, সাংবাদিকরা কোন দলের নয়। তাহলে সাংবাদিকদের ওপর বার বার কেনো এ ধরনের হামলা হবে? সাংবাদিকের উপর হামলাকারীদের  সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও  প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এ সময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটু, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহম্মেদ সহ জেলায় কর্মরত  প্রিন্ট,  ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক/বিডি/বাপ্পী

  • হামলা-নির্যাতনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ
  •    

    কপি করলে খবর আছে