প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লেখক: বাংলা২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন ডিগেন চন্দ্র বর্মন নামে এক সাবেক জনপ্রতিনিধি। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন “Md Zahirul Islam Rony” নামে একটি আইডি থেকে তার ছবিসহ “ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ শ্রেণির এক শিশু গনধর্ষণের শিকার। অর্থের বিনিময়ে আপোষ করার চেষ্টা করছেন ৩ নং আকচা ইউনিয়নের ২ নাম্বার ওয়াডের ৪নং ব্লকের সাবেক মেম্বার ডিজেন ও বীরেন দেওনিয়া সহ ৫নং ওয়াডের রানিং মেম্বার বিজয় সহ এলাকার বাসিন্দা’রা। আপোষের একাংশের স্থীর চিত্র। বিস্তারিত আসছে….. ” এমন তথ্য ছড়ানো হয়-যা ডাহা মিথ্যা ও বানোয়াট। মূলত; ঘটনাটি যেহেতু আমার এলাকার তাই বিস্তারিত জানতে মেয়ের পরিবারের কাছ থেকে সত্য ঘটনা জানার জন্য বসা হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় মেয়ের পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। অথচ এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। আমি এ ধরণের বিভ্রান্তমুলক তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
ডিগেন চন্দ্র বর্মন
সাবেক ইউপি সদস্য (৪নং ওয়ার্ড)
৩নং আকচা ইউনিয়ন পরিষদ
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

ডেস্ক/বিডি

  • প্রতিবাদ
  •    

    কপি করলে খবর আছে