প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

গত ২৯ জুন’২৪ ইং তারিখে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক তিস্তা পত্রিকায় “বালিয়াডাঙ্গীতে পাট চাষী প্রশিক্ষণে অনিয়মে তুলকালাম কান্ড” শিরোনামে প্রকাশিত সংবাদ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুকে যে সংবাদ প্রকাশিত হয়েছে-তা আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদে প্রকৃত তথ্য গোপন করে একটি চক্র (যারা আমার ক্ষতি সাধনে সর্বদা উৎসুক) সাংবাদিক ভাইদের ভূল বুঝিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা পাট অধিদপ্তর কর্তৃক স্মারক নং- ২৪.০১.০০০০.০০৯.১০.০২৪.১৯- ২৬৩০, তারিখ:২১/০৪/২০২৪ ইং ও স্মারক নং-২৪.০১. ০০০০.০০৯.১০.০২৪.১৯-২৬৮৫, তারিখ: ৩০/০৫/২০২৪ ইং মোতাবেক প্রতি পাট উৎপাদনকারী উপজেলার ৭৫জন পাটচাষী ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে দুই ধরণের প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশনা প্রদান করা হয়।সে মোতাবেক গত ২৭ জুন বালিয়াডাঙ্গী উপজেলার ৭৫জন পাট বীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়, এতে উপজেলার ৭৫ জন প্রকৃত পাটবীজ উৎপাদনকারী চাষী অংশ নেয় এবং প্রশিক্ষণে জেলা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।অথচ সংবাদে প্রকাশ করা হয় ১৫০জন পাটচাষীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এতে উপজেলার প্রকৃত পাটচাষীরা বঞ্চিত হয়েছেন-যা আদৌ সত্য নয়।পাট চাষীদের জন্য আলাদা প্রশিক্ষণের বন্দোবস্ত রয়েছে। পাট চাষী ও পাট বীজ উৎপাদনকারী চাষী দুটো এক নয়।এতেই প্রমাণিত হয় সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানীমুলক। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মোছা: ঝরনা বেগম
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা
বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও।

ডেস্ক/বিডি/প্রতি

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  •    

    কপি করলে খবর আছে