গত ১১ ডিসেম্বর’২২ তারিখে অনলাইন নিউজ পোর্টাল টাঙ্গন টাইমস্ সহ বিভিন্ন অনলাইন পোর্টালে “চার্চের কো-অর্ডিনেটর সুবাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত: আমরা সুবাস কুমার দাস, বিভাস রায় ও আলফ্রেট ডেভিড বিশ্বাস দীর্ঘ ১২ বছর ধরে কালভেরী ব্যাপিষ্ট চার্চেস অব বাংলাদেশ-এ সুনাম ও ন্যায় নিষ্ঠার সাথে চাকুরী করে আসছি। যে নারীকে নিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে সেই নারীও একই প্রতিষ্ঠানে একজন সমাজকর্মী পদে চাকুরী করতেন। কিছুদিন আগে তিনি জনৈক ব্যক্তির সাথে অনৈতিক কাজে জড়িত অবস্থায় ধরা পড়লে অফিস তার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান করে। কিন্তু তিনি নোটিশের সদূত্তর না দিতে পেরে আমাদের ফাঁসাতে মরিয়া হয়ে উঠেন এবং মিথ্যে ও মনগড়া অভিযোগ তুলে আমাদের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে আসছেন। এ বিষয়ের যাবতীয় ডকুমেন্ট আমাদের অফিসে রয়েছে। কাজেই প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও মনগড়া। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
সুবাস কুমার দাস
বিভাস রায়
আলফ্রেট ডেভিড বিশ্বাস
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে