ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

লেখক: প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সোমবার দুপুর সোয়া ১টায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে রুবাইয়া জান্নাত রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রিমি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২২ পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর সোয়া একটায় বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে রিমি ও তার ছোট ভাই। পুকুর পাড়েই দাঁড়িয়ে ছিলেন রিমির মা। এসময় রিমি পাড় থেকে পুকুরে লাফ দিলে সে আর ওপরে ওঠেনি। তার মা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে ফিরলেই আসল ঘটনা জানা যাবে।
বিডি/শুভ
  • পানিতে ডুবে মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে