ফুলবাড়ীতে মাস্টার্স পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ২ years ago

দিনাজপুরের ফুলবাড়ীতে শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচায়ে ফাঁস দেয়া অবস্থায় মাস্টার্স পরীক্ষার্থী রিক্তা আক্তারের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মরদেহর পাশে ছিল চিরকুট। সেখানে লিখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। রবিবার দুপুরে চিরকুটসহ মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি উপজেলা শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গুদাম এলাকায় ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌরমেয়র মাহমুদ আলম লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মাস্টার।

নিহত রিক্তা আক্তার শিবনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেনের তৃতীয় কন্যা এবং দিনাজপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত মাস্টার্স পরীক্ষার্থী।

রিক্তার আক্তারের বাবা ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন বলেন, রিক্তা আক্তার মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। গত শনিবার দিনাজপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে। পরে রাতে সবার সাথে খাওয়াদাওয়া শেষে রাত দুটোয় নিজ কক্ষে ঘুমাতে যায় রিক্তা। সকালে রিক্তার মা ডাকাডাকি করলে রিক্তা কোনো সাড়া দেয়না। পরে বিষয়টা সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে দেখি ফ্যানের সাথে রিক্তা ঝুলছে। পরে দড়ি কেটে রিক্তাকে নিচে নামানো হয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, চিরকুটসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবে।

বিডি/শুভ

  • মাস্টার্স পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  •    

    কপি করলে খবর আছে