বালিয়াডাঙ্গীতে ছোট ভাইয়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

লেখক: হাসান, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩ years ago

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ছোট ভাইয়ের উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে ময়না রাণী (১৪) নামে স্কুলছাত্রী।

বুধবার রাত ১০টার সময় উপজেলার ভানোর ইউনিয়নের দফাদারটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী ময়না রানী ওই গ্রামের কৃষ্ণ রামের মেয়ে ও ভানোর ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, দুপুরে ছোট ভাইয়ের সাথে বাইসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটি হয়।এরপর থেকেই চুপচাপ ছিল ময়না। সন্ধ্যায় খাওয়া-দাওয়ার পর কোন সময় বিষপান করেছে কেউ টের পায়নি। রাত ১০টার সময় স্কুলছাত্রীর মা মেয়ের বিষপানের কথা জানতে পারলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্কুলছাত্রী।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ৩টায় মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ স্কুলছাত্রীর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে মেয়ের মৃত্যুর পর গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন তাঁর মা। তাকে নিজ বাড়ীতে তাঁর চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ডেস্ক/বিডি
  • বিষপান করে আত্মহত্যা
  •    

    কপি করলে খবর আছে