আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের তৃতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৮ টি ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২ টি উপজেলায় একসাথে ৩২ হাজার ৯০৪ টি ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৮টি পরিবার হাতে পায় ঘরের চাবি ও দালিলিক কাগজপত্র।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, খাদ্য নিয়ন্ত্রক অফিসার নিখিল চন্দ্র বর্মণ, শিক্ষা অফিসার আব্দুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ সরকারসহ নতুন ঘর পাওয়া পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে