বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিল ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি আটক !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা সহ মোছা. তাসলেমা খাতুন নামে এক নারী মাদক কারবারি আটক হয়েছে।

বুধবার উপজেলার পাড়ুয়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।

তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে সেখানে অভিযান চালালে এক নারী মাদক কারবারিকে ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ আটক হয়।পরে আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন।

বিডি/ডেস্ক

  • নারী মাদক কারবারি আটক
  •    

    কপি করলে খবর আছে