ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ মোছা. তসলেমা আক্তার (২৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৭ মে) দুপুরে উপজেলার পারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক তসলেমা ওই এলাকার মৃত; আক্তাফুল ইসলামের স্ত্রী।
পরে তাকে গ্রেফতার দেখিয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানা হেফাজতে সোপর্দ করা হয়।
মাদক সহ নারী মাদক কারবারি আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে