বালিয়াডাঙ্গীতে শিক্ষানবিশ আইনজীবির উপর সন্ত্রাসী হামলা!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে আরাফাত হোসেন (২৩) নামে এক শিক্ষানবিশ আইনজীবির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ১১ টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

পরিবার সুত্রে জানা যায়, সোমবার রাতে আরাফাত প্রাতিষ্ঠানিক কাজকর্ম সেরে ঠাকুরগাঁও শহরের আমতলি এলাকার আইনজীবি চেম্বার থেকে বালিয়াডাঙ্গীতে তার নিজ বাড়ি ফিরছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পৌছালে স্থানীয় সাদ্দাম, মানিক, জুলফিকার নামের তিন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
এসময় আরাফাত গুরুতর আহত হলে আশেপাশের লোকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
সন্ত্রাসী হামলার এ বিষয়ে আরাফাতের পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তথ্য পাওয়া যায়।

এ ব্যপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন জানান, বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।
বিডি/বাপ্পী
  • আইনজীবির উপর হামলা
  •    

    কপি করলে খবর আছে