ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কূখ্যাত মাদক কারবারি দবিরুল ইসলাম (৪৯)কে ১৮২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের তেরোকোনিয়া নামক গ্রামে মাদক কারবারির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি দবিরুল ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন চিহ্নিত ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী।
মাদক সহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি দবিরুল ইসলামের বাড়ির বাথরুমের ছাদ থেকে ১৮২ পিচ ইয়াবা উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তিনি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।
তিনি আরও জানান, এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে দবিরুল ইসলামের বিরুদ্ধে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি/নায়ুম
কপি করলে খবর আছে