বালিয়াডাঙ্গীতে ২২’শ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

লেখক: বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের” আওতায় ২০২২-২৩ অর্থ বছরে পাট উৎপাদনকারী ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে তোষা জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পাট অধিপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য  ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম (এমপি)।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম  ডন,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন,  উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

বিডি/মজিবর

  • বিনামূল্যে পাট বীজ বিতরণ
  •    

    কপি করলে খবর আছে