বিজয়া দশমীতে ভক্তবৃন্দদের শাড়ী উপহার দিলেন নারীনেত্রী দ্রৌপদী দেবী

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ৫দিনের শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে। শুভ বিজয়া দশমী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সনাতনী ভক্তকুলের মাঝে শাড়ী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী মহিলালীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর (৭,৮ ও ৯নং ওয়ার্ড) ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী দ্রৌপদী দেবী আগরওয়ালা।

বুধবার (৫ অক্টোবর) সকালে শহরে তাঁর আর্টগ্যালারীস্থ নিজ বাসভবনের মন্দিরেেএসব শাড়ী বিতরণ করেন তিনি।

শাড়ী বিতরণকালে দ্রৌপদী দেবী আগরওয়ালা জানান, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এবার পুজোয় সেরকমভাবে মন্দিরগুলোতে সময় দিতে পারিনি।তারপরও নির্বাচনী কাজে যেদিকেই গেছি সেখানকার মন্দিরগুলোতে মাকে প্রণাম করে ভক্তদের সাথে শারদ শুভেচ্ছা বিনিমিয় করেছি। আমি প্রতিবারই মায়ের ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ করি, এবারও করলাম-এ ধারা অব্যাহত থাকবে।

নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।কোনো ধরণের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। ভোটাররা শান্তিপুর্ণ পরিবেশে ভোট দিতে পারলে তাঁর বিজয় সুনিশ্চিত বলে জানান তিনি।

বিডি/ডেস্ক

  • শাড়ী বিতরণ
  •    

    কপি করলে খবর আছে