বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি।

রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ সফল করতে জেলার অন্যান্য উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাই তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু এই সরকার তাকে অবৈধভাবে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। বক্তারা আরও বলেন আগামী এক মাসের মধ্যে এ অবৈধ হাসিনা সরকারকে উৎখাত করা হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

এ সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই উল্লেখ করে বক্তারা নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

ডেস্ক/বিডি/জয়

  • ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ
  •    

    কপি করলে খবর আছে