বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিশু শিক্ষার্থীদের ক্লাশ নিলেন বালিয়াডাঙ্গী ইউএনও

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিশু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে ঘন্টাব্যাপী তাদের ক্লাশ নেন সদ্য যোগদানকৃত বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।

বুধবার সকালে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাশ নেন ও তাদের সাথে খোলামেলা আলোচনা করেন।

এসময় ছাত্র-ছাত্রীদের অংক এবং ইংরেজি বিষয়ে পাঠদান করা সহ তাদের অভাব-অভিযোগগুলো মনযোগ দিয়ে শোনেন এবং তা নিরসনে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করেন। এছাড়াও ঝড়ে পড়া শিক্ষার্থীদের পূণরায় বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের নানা পরামর্শ দেন তিনি।

বিদ্যালয় পরিদর্শনকালে উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • ক্লাশ নিলেন বালিয়াডাঙ্গী ইউএনও
  •    

    কপি করলে খবর আছে